রবিবার, মে ২৬, ২০২৪
প্রচ্ছদআরো খবর......রওশনের অপেক্ষায় এরশাদের ৪০ মিনিট

রওশনের অপেক্ষায় এরশাদের ৪০ মিনিট

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যদের বৈঠক শুরু হয়েছে। আজ বেলা ১১টা পাঁচ মিনিটে গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে এ সভা শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ কার্যালয়ে আসেন। এরপর বেগম রওশনের জন্য অপেক্ষা করেন চল্লিশ মিনিট। রওশন আসার পরই শুরু হয় দশম সংদসের বিরোধী দলটির সর্বোচ্চ ফোরামের এই বৈঠক। বৈঠকে এরশাদের ডান পাশে বসেছেন রওশন এরশাদ। তারপর ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও তাজুল ইসলাম। বাম পাশে বসেছেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও মশিউর রহমান রাঙ্গা। বৈঠকে এরশাদের ছোট ভাই জি এম কাদের ও সাবেক মহাসচিব রুহুল আমীন হওলাদার উপস্থিত হননি। বৈঠকে এরশাদ বলেন, নির্বাচন যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। এর মাধ্যমে জাপার অস্তিত্ব টিকে আছে। এখন রাজনৈতিক প্রয়োজনে জাতীয় পার্টির পক্ষ থেকে রোড মার্চসহ বিভিন্ন কর্মসূচি দেয়া হবে। মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, এরশাদ ও রওশনের মধ্যে কোন দ্বন্দ্ব নেই। জনগণের জন্যই রাজনীতি করছে জাতীয় পার্টি।

আরও পড়ুন

সর্বশেষ