রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
প্রচ্ছদবিনোদন সময়চুম্বনে রেকর্ড গড়বেন আমির

চুম্বনে রেকর্ড গড়বেন আমির

amir khanআমিরের দীর্ঘ ক্যারিয়ারে বলিউডের প্রায় সকল শীর্ষ নায়িকাদের চুম্বনের রেকর্ড আছে। কেয়ামত সে কেয়ামত তাকছবিতে জুহি চাওলাকে চুম্বনের মাধ্যমে চুম্বনের ক্যারিয়ারশুরু করেছিলেন তিনি। সেই থেকে চুম্বনের জন্য আর পিছে তাকাতে হয়নি আমিরকে।

 রানী মুখার্জি, কারিনা কাপুর, কারিশমা কাপুর, মনীষা কৈরালাসহ প্রায় সকল নায়িকাদের সঙ্গেই ঘনিষ্ঠ কিসিংএ মিলিত হন মি. পারফেক্টশনিস্ট। আমির বলে কথা। সবকিছুতেই ভিন্নতা আনা যার কাজ।

 এবার তিনি বলিউডে সবচেয়ে দীর্ঘ সময়ের চুম্বনের রেকর্ড করতে যাচ্ছেন। আমির অভিনীত রাজকুমার হিরানির পরবর্তী ছবি পিকেতে আনুশকা শর্মার সঙ্গে এই রেকর্ড গড়তে যাচ্ছেন। আনুশকা আবার সর্বশেষ মাতরু কি বিজলি মানডোলাছবিতে আমিরের ভাগ্নে ইমরান খানের সঙ্গে চুম্বনের দৃশ্যে অভিনয় করেছিলেন। তাই যদি হয় তাহলে আনুশকাই হবে বলিউডের প্রথম নায়িকা যিনি একইসাথে মামা-ভাগনের সাথে চুম্বনের দৃশ্যে অভিনয় করবেন। তবে এই খবর শুনে বলিউডের সিরিয়াল কিসার খ্যাত ইমরান হাশমি হয়তো একটু নড়েচড়েই বসবেন।

আরও পড়ুন

সর্বশেষ