শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদআরো খবর......ধানমন্ডি মাঠের ফটক খুলে পরিবেশবাদীদের সমাবেশ

ধানমন্ডি মাঠের ফটক খুলে পরিবেশবাদীদের সমাবেশ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

জনসাধারণের জন্য প্রবেশ সংরক্ষিত করা রাজধানীর ধানমন্ডি মাঠের ফটক খুলে ভেতরে সমাবেশ করছে পরিবেশবাদী সংগঠনগুলো। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে পরিবেশবাদী বেশ কিছু সংগঠনের কর্মীরা মিছিল নিয়ে এসে ধানমন্ডি মাঠে প্রবেশ করেন। এখন তাঁরা সেখানে সমাবেশ করছেন। জনসাধারণের জন্য তৈরি করা ধানমন্ডি মাঠ দখল করে স্থাপনা তৈরি করা ও জনসাধারণের প্রবেশ সংরক্ষিত করার প্রতিবাদে তাঁরা এই সমাবেশ করছেন।

আজ সকালে রাজধানীর শাহবাগে একটি সমাবেশ শেষে পরিবেশবাদী সংগঠন গ্রিনভয়েসের কর্মীরা মিছিল নিয়ে ধানমন্ডি মাঠের দিকে আসেন। এরপর সেখানে আগে থেকেই জমায়েত হওয়া অন্যান্য পরিবেশবাদী সংগঠনের সঙ্গে একত্র হয়ে তাঁরা ধানমন্ডি মাঠ প্রদক্ষিণ করেন। একপর্যায়ে তাঁরা জোর করে মাঠের ফটক খুলে ভেতরে ঢুকে সমাবেশ শুরু করেন। সমাবেশে গ্রিনভয়েস, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, সবুজ পাতাসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের কর্মীরা উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ