তদন্তে সন্তুষ্ট হলে দিগন্ত ও ইসলামিক টেলিভিশনের সম্প্রচারের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। গোলটেবিল বৈঠকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টেলিভিশন শোকজের জবাব দিয়েছে। আমরা তা তদন্ত করে দেখছি। তদন্তে সন্তুষ্ট হলে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’
দু’টি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ প্রসঙ্গে তিনি বলেন,‘আমরা ভিন্নমত দমন কিংবা সরকারের সমালোচনা করার জন্য এ দু’টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করেনি। এই দু’টি টেলিভিশন চ্যানেল বিশেষ পরিস্থিতিতে দাঙ্গা সৃষ্টি করার জন্য এবং উস্কানী দেয়ার জন্য সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে। এটি সাময়িক ব্যবস্থা।’
মহাজোট সরকারের অন্যতম অংশীদার জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন,‘বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। আমরা গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করেছি।’
তথ্যমন্ত্রী বলেন,‘গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এ স্তম্ভকে হলুদ সাংবাদিকতার মধ্য দিয়ে ধ্বংস করতে চাই, তাই এ হলুদ সাংবাদিকতাকে নিষ্ক্রিয় করার জন্য সবাইকে আহবান জানাচ্ছি।’