বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েরোববার কক্সবাজারে হরতাল ডেকেছে জামায়াত

রোববার কক্সবাজারে হরতাল ডেকেছে জামায়াত

কক্সবাজার জেলায় রোববার নয় ঘণ্টার হরতাল ডেকেছে জেলা জামায়াত।  জামায়াতের সদর উপজেলার আমীর শফিকুল হক জিহাদিসহ দলীয় নেতকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এ হরতালের ডাকা হয়েছে। কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জিএম রহিমুল্লাহ বাংলানিউজকে জানিয়েছেন, রোববার ভোর ৫টা থেকে দুপুর ২টা পর্যন্ত কক্সবাজার জেলায় এ হরতাল পালিত হবে।

তিনি জানান, পুলিশ ধারাবাহিকভাবে বিনা মামলায় তাদের নেতাদের গ্রেফতার করছে। কক্সবাজার সদর উপজেলার আমীর শফিকুল হক জিহাদি, পৌর শাখার আমীর আবু তাহের, শিবিরের সেক্রেটারি মাহফুজসহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার জামায়াতের কক্সবাজার সদর উপজেলার আমীর শফিকুল হক জিহাদি ও জামায়াতের পৌর শাখা নেতা আয়াত উল্লাহকে পুলিশ গ্রেফতার করেছে। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার শহরে ও ২৮ ফেব্রুয়ারি ঈদগাঁও এলাকায় তাণ্ডব চালায় জামায়াত-শিবির। এ দু’টি ঘটনায় সংশ্লিষ্টতা থাকায় তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ