মঙ্গলবার, মে ১৪, ২০২৪
প্রচ্ছদজাতীয়প্রথম রাষ্ট্রপতি জিয়া না বঙ্গবন্ধু সে বিতর্ক করে কোনো লাভ নেই :...

প্রথম রাষ্ট্রপতি জিয়া না বঙ্গবন্ধু সে বিতর্ক করে কোনো লাভ নেই : এরশাদ

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না জিয়াউর রহমান সে বিতর্ক করে কোনো লাভ নেই। শনিবার দুপুরে রংপুর নগরীর দর্শনা এলাকায় নিজ বাসভবন পল্লীনিবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। রওশন এরশাদ জাপার চেয়ারম্যান হওয়ার বিষয়টি নাকচ করে দিয়ে এরশাদ বলেন, ‘আমি যতদিন বেঁচে আছি, ততদিন দলের চেয়ারম্যান। আগামী নির্বাচনে আমার অধীনেই জাতীয় পার্টি অংশ নেবে।’

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলে দাবি করা প্রসঙ্গে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘দেশের প্রথম রাষ্ট্রপতি জিয়া না বঙ্গবন্ধু সে বিতর্ক করে কোনো লাভ নেই।’ এসময় বিএনপির উদ্দেশে বলেন, ‘দেশের মানুষ এখন আর আন্দোলনমুখী নয়।’

বর্তমান সরকারের মেয়াদ সম্পর্কে জাপা চেয়ারম্যান বলেন, ‘সরকার তাদের অবস্থান যেভাবে সুদৃঢ করেছে তাতে করে আগামী পাঁচ বছর তারাই ক্ষমতায় থাকবে। যতই আন্দোলন করা হোক না কেন এ সরকারকে কেউ সরাতে পারবে না।’

তিস্তার পানি ভারতের একতরফা প্রত্যাহারে গভীর উদ্বেগ প্রকাশ করে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘পানির অভাবে তিস্তা সেচ প্রকল্প বন্ধ হবার উপক্রম হয়েছে। হাজার হাজার কৃষক তাদের রোপন করা ধানের চারা শুকিয়ে মরে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে। পানির প্রবাহ ৫শ’ কিউসেকের নিচে নেমে এসেছে। হেঁটে পার হওয়া যাচ্ছে তিস্তা নদী।’ ভারত সরকার বিশেষ করে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দৃষ্টি আর্কষণ করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ তিস্তা নদীর পানি প্রবাহ বন্ধ না করার আহ্বান জানান।

আরও পড়ুন

সর্বশেষ