আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, ‘বিএনপি-জামায়াতে ইসলাম-ছাত্রশিবির ও হেফাজতে ইসলাম একসাথে দেশে তান্ডব চালাচ্ছে। মানুষ বুঝে গেছে, তারা রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাদেশের মূল অস্তিত্বকে চ্যালেঞ্জ করেছে। তাই সাধারণ মানুষ তাদের সঙ্গে নেই এবং ভবিষ্যতেও থাকবেনা।’
শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে এক গোলটেবিলে বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন মঈনউদ্দিন খান বাদল এমপি ও সংগঠনের মহাসচিব সৈয়দা রাজিয়া মোস্তফা প্রমুখ।