শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদজাতীয়‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ আয়োজনে ইসলামী ব্যাংকের টাকা নেয়া হচ্ছে না

‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ আয়োজনে ইসলামী ব্যাংকের টাকা নেয়া হচ্ছে না

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ আয়োজনে ইসলামী ব্যাংকের দেয়া তিন কোটি টাকা ব্যবহার করবে না সরকার। তবে ব্যাংকটি চাইলে টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজনে এ অর্থ দিতে পারে। রোববার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সিদ্ধান্তের কথা জানায়।

সরকারের এ সংক্রান্ত বিবৃতিতে বলা হয়, ইসলামী ব্যাংক সম্বন্ধে কারো তেমন ভাল ধারণা নেই এবং তাদের সহায়তা গ্রহণে আগেও অনেক প্রতিষ্ঠান অস্বীকৃতি জানিয়েছে। তাই দ্ব্যর্থহীনভাবে বলা যেতে পারে যে, ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সহায়তা গ্রহণ করা হচ্ছে না।

ইসলামী ব্যাংকের অনুদান নিয়ে সরকারের দ্ইু মন্ত্রীর দুইরকম বক্তব্য নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছিলেন ইসলামী ব্যাংকের টাকায় জাতীয় সংগীত আয়োজন উচিত না। অন্যদিকে একই দিন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, জাতীয় সংগীতের জন্য ইসলামী ব্যাংক থেকে কোন টাকা নেয়া হয়নি।

আরও পড়ুন

সর্বশেষ