সাভারে পুলিশ হেফাজতে ব্যবসায়ী শামীম সরকারের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র হেমায়েতপুর পুলিশ ফাঁড়িতে আগুন দিয়েছে বিক্ষোব্ধ এলাকাবাসী।
শুক্রবার সকালে এলাকাবাসী হত্যার প্রতিবাদে মানববন্ধন শেষে মিছিল নিয়ে হেমায়েতপুর পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয়। ফাঁড়ির কিছু অংশে আগুন লাগলে দমকলের দুটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে সাভারের হেমায়েতপুরে পুলিশের সিভিল টিমের চার সদস্য গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে শামীম সরকার (৩২) নামের এক যুবককে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে পুলিশ সদস্যরা পালিয়ে যায়।
শামীমের পরিবারের দাবি, আগের দিন রাতে শামীমকে আটক করে তার মুক্তির জন্য সাভার থানা পুলিশ পরিবারের কাছে টাকা দাবি করেছিল।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা থেকে তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। আগুন দেয়া হয়েছে হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পুলিশ বক্সে।
বেলা ৩টায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, “এলাকাবাসী রাস্তায় বিক্ষোভ করছে।”
মামলার পর অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।