মন্ত্রিসভায় পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধনী নীতিগত অনুমোদনের প্রতিবাদে এবং সংসদে বিল আকারে পাস না করার দাবিতে বাঙালি পাঁচটি সংগঠন ৯, ১০ ও ১১ জুন টানা ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে তিন পার্বত্য জেলায়।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাঙ্গামাটির স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়। উপস্থিত ছিলেন পার্বত্য সমঅধিকার আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য যুবফ্রন্ট, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও ছাত্রঐক্য পরিষদের নেতারা।
তিন দিনের হরতাল কর্মসূচি ঘোষণা করেন পার্বত্য সমঅধিকার আন্দোলনের রাঙ্গামাটি সভাপতি মশিউল আলম হুমায়ুন। সংবাদ সম্মেলনে অবিলম্বে ভূমি কমিশন আইন সংশোধনী প্রস্তাব বাতিল না করলে আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেয়া হয়।