শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েবহরে আরও ৯ ফেরি যোগ হচ্ছে: নৌমন্ত্রী

বহরে আরও ৯ ফেরি যোগ হচ্ছে: নৌমন্ত্রী

shazan khanচলতি বছরই আরও ৯টি ফেরি বহরে যোগ হবে বলে আশা করছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

শুক্রবার মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় খান ব্রাদার্স শিপ বিল্ডিংয়ে নির্মাণাধীন ৩টি কে-টাইপ এবং ২টি ইউটিলিটি ফেরির কাজ পরিদর্শনকালে তিনি এ আশা প্রকাশ করেন।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পাঁচটি নতুন ফেরি বহরে যোগ করেছে উল্লেখ করে নৌমন্ত্রী বলেন, এরশাদ আমলের দীর্ঘ ৯ বছরে দেশে যোগ হয় ৮টি ফেরি। আওয়ামী লীগ সরকারের সময়ে বহরে যোগ হয় ২ ফেরি। গত চারদলীয় জোট সরকার একটি ফেরিও বহরে যোগ করতে পারেনি।

এ সময় মন্ত্রীর সাথে ছিলেন, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মজিবুর রহমান, মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার এবং স্থানীয় প্রশাসন ও খান ব্রাদার্স শিপ বিল্ডিং কর্মকর্তারা।

আরও পড়ুন

সর্বশেষ