শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদআরো খবর......দেবযানীকে আবার অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের আদালত

দেবযানীকে আবার অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের আদালত

ইন্টারন্যাশনাল ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে জালিয়াতির দায়ে আবার অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের আদালত। ম্যানহাটানের ফেডারেল আদালত নতুন করে ভারতীয় কূটনীতিকের বিরুদ্ধে এই মামলা শুরু করেছে। দেবযানীর বিরুদ্ধে ভিসা জালিয়াতি এবং ভিসার আবেদনপত্রে গৃহ পরিচারিকার বেতন সংক্রান্ত মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ আনা হয়েছে। কূটনৈতিক দায়মুক্তির কারণ দেখিয়ে নিউইয়র্কের একটি আদালত তার বিরুদ্ধে আনীত অভিযোগ নাকচ করে দেয়ার মাত্র একদিন পরই নতুন করে একই অভিযোগ আনা হলো। তার আইনজীবী এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করে বলেন, ভারত সরকার যথাসময়ে এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাবে। দেবযানী ছিলেন নিউইয়র্কে ভারতীয় কনস্যুলেট অফিসের ডেপুটি কন্স্যুলার। এর আগে ভিসা কেলেঙ্কারি ও গৃহ পরিচারিকার পাওনা পরিশোধে নানা অনিয়ম ধরা পড়ার পর তাকে আটক এবং বিবস্ত্র করে তল্লাশি করা হয়। আর এ পরিপ্রেক্ষিতে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপড়েন দেখা দেয়। বিতর্কিত এই ভারতীয় মহিলা কূটনীতিবিদ গত জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন এবং বর্তমানে তিনি দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ