এতদিন স্বামীর প্রযোজিত-পরিচালিত ছবিতে শুধু নায়িকার ভূমিকায়ই দেখা গেছে তাকে। এবার একধাপ এগিয়ে ক্যামেরার পেছনেও হাবিকে সাহায্য করবেন টালিউড নায়িকা শ্রাবন্তী। রাজীব বিশ্বাসের নতুন ছবির কলাকুশলী নির্বাচনে বড় ভূমিকা পালন করেছেন শ্রাবন্তী। তিনি জানালেন, আমি রাজীবকে একজন নবাগতা সৌমিকে কাস্ট করার পরামর্শ দিয়েছিলাম। সৌমি এই ছবিতে আমার কাজিনের চরিত্রে অভিনয় করবেন। আমার সঙ্গে সৌমির হাসির একটা অদ্ভুত মিল রয়েছে। সৌমি ক্লাস সিক্সে পড়ে। ক্যামেরার সামনে দাঁড়ানো, সংলাপ বলা, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুই সৌমিকে শেখাচ্ছি আমি। এ ছবিতে বহুদিন পর হিরণের বিপরীতে দেখা যাবে শ্রাবন্তীকে। বিয়ের পর হিরণের সঙ্গেই ভালবাসা ভালবাসা ছবি দিয়ে কামব্যাক করেছিলেন শ্রাবন্তী। এর আগে দুজনে ছবিতে একই নামের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
এবার ক্যামেরার পেছনে শ্রাবন্তী
