আগামী অর্থবছরে ব্যাংকিং খাত থেকে নেয়া ঋণের ওপরই সরকারকে নির্ভর করতে হবে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
শুক্রবার সকালে বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। দেবপ্রিয় আরো বলেন, আগামী অর্থবছরে রাজস্ব আহরণ সবচেয়ে বড় চ্যলেঞ্জ হবে। এর আগে বৃহস্পতিবার বাজেট ঘোষণার পর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘ঘোষিত ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ ধরা হয়েছে। চলতি অর্থবছরের বাজেটে ধরা হয়েছে ৭ শতাংশ। এই অর্থবছরে প্রবৃদ্ধির হার ৬ দশমিক ২ শতাংশের বেশি হবে বলে আমরা মনে করি না। আগামী বছরে এর চেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করা কঠিন হবে।’
সিপিডির এ গবেষক বলেন, ‘এ দুটি মূল জিনিসের বাইরে সামগ্রিক বাজেট নিয়ে আলোচনা হতে পারে, উন্নয়ন, অনুয়ন্নন ও ব্যয় হ্রাস বৃদ্ধি সবকিছু মিলিয়ে যে বাজেটটি তৈরি করা হয়েছে তাতে সাড়ে ১৭ শতাংশ ব্যয় বাড়বে। সেই অর্থে রাজস্ব বাড়বে টাকার অংকে প্রায় ২০ শতাংশের মতো। রাজস্ব বৃদ্ধির হার, ব্যয় বৃদ্ধির হারের চেয়ে বাড়বে। বাজটে ঘাটতি কিছুটা কমে এসে ৪ দশমিক ৬ শতাংশ নির্দিষ্ট করা হয়েছে সেটা স্থির থাকতে পারে।’