রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (৬০) ও তার স্ত্রী লুদমিলা (৫৫) তাদের ৩০ বছরের সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন। সাম্প্রতিক সময়ে লুদমিলাকে খুব কমই জনসমক্ষে দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পুতিন একটি সরকারি টেলিভিশনের সাক্ষাতকারে এর সত্যতা স্বীকার করেন। তাদের বিচ্ছেদের সম্পর্কে গুজব শুনা যাচ্ছে, এমন এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘সেটা সত্য’।
লুদমিলা বলেন, এটা আমাদের দুইজনের সিদ্ধান্ত। ইদানীং আমাদের খুব কমই দেখা-সাক্ষাৎ হচ্ছে।
পুতিন ও লুদমিলার দুই কন্যা সন্তান রয়েছে। ১৯৮৩ সালে পুতিন লুদমিলাকে বিয়ে করেছিলেন। প্রসঙ্গত, পুতিনের ব্যাপারে তার স্ত্রী সম্প্রতি সন্দেহপ্রবণ হয়ে ওঠেন। রাশিয়ান প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, তিনি ৩০ বছর বয়সী রাজনীতিবিদ ও অলিম্পিকের সাবেক জিমন্যাস্ট আলিনা কাবেয়াভার প্রতি দুর্বল হয়ে পড়েছেন এবং তাদের মাঝে গভীর সম্পর্ক বিরাজ করছে। অবশ্য এ দাবির পক্ষে এখনো কোনো শক্ত প্রমাণ কেউ দাঁড় করাতে পারেননি। এ ঘটনাকেই বিচ্ছেদের কারণ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: দ্য গার্ডিয়ান।