ছুরি দিয়ে হাতের শিরা কেটে আত্মহননের চেষ্টা করেন বিখ্যাত পপ তারকা প্রয়াত মাইকেল জ্যাকসনের মেয়ে প্যারিস জ্যাকসন। বুধরারে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে প্যারিস এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন লসএ্যাঞ্জেলসের হাসপাতালের ডাক্তাররা।
জ্যাকসনের পারিবারিক আইনজীবি প্যারি স্যান্ডারস বলেন, ‘১৫ বছর সময়টা জীবনের অনেক সংবেদনশীল একটা সময়। এসময় কাছের কোনো ব্যক্তিকে (কাছের ব্যক্তি বলতে প্যারিসের বাবা মাইকেল জ্যাকসনকে বোঝানো হয়েছে) হারানো সতিই কষ্টকর। এখন তার পরিপূর্ণ যত্ন ও পরিচর্চা প্রয়োজন। আমি সকলকে অনুরোধ করবো তার ব্যক্তি স্বাধীনতা এবং পারিবারিক স্বাধীনতায় হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে।’
উল্লেখ্য কয়েকদিন আগে পিপলস ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়, প্যারিস মূলত কিশোর বয়সের জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে এবং তিনি এসময়ে ভালবাসার অভাব অনুভব করছেন। সূত্র: জি নিউজ