শুক্রবার, মে ২৪, ২০২৪
প্রচ্ছদজাতীয়আল কায়েদার কথিত বার্তা ছাড়া হয়েছে যুক্তরাষ্ট্র থেকে আপলোড

আল কায়েদার কথিত বার্তা ছাড়া হয়েছে যুক্তরাষ্ট্র থেকে আপলোড

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আল-কায়েদা নেতা আইমান আল জাওয়াহিরির কথিত অডিও বার্তাটি মার্কিন যুক্তরাষ্ট্রের আরিজোনা স্টেট থেকে আপলোড করা হয়েছিল বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

জিহাদোলোজি ডট নেটে ছাড়া ওই বার্তায় বাংলাদেশের মুসলমানদের ধর্ম রক্ষায় এগিয়ে আসতে বলা হয়েছে। যারা ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানানো হয়েছে।
বিটিআরসি ও একাধিক গোয়েন্দা সংস্থা সূত্র জানিয়েছে, জিহাদোলোজি ডট কম নামের ওই সাইটটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে পরিচালিত হয়।

এদিকে, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসাইন খান আজ সোমবার জানান, তাঁরা জিহাদোলোজি ডটনেট (jihadology.net) নামের সাইটটি বাংলাদেশে বন্ধ করে দিয়েছেন। কিন্তু ইন্টারনেটে অনুসন্ধান করলে এখনও বাংলাদেশে সাইটটি দেখা যাচ্ছে।
সম্প্রতি এই সাইট থেকে প্রকাশ করা আল-কায়েদার বর্তমান প্রধান আয়মান আল-জাওয়াহিরির কথিত অডিও বার্তায় বাংলাদেশের মুসলমানদের প্রতি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারীদের প্রতিরোধের আহ্বান জানানো হয়।
আরও পড়ুন

সর্বশেষ