শনিবার, মে ১১, ২০২৪
প্রচ্ছদআরো খবর......প্রতারণার অভিযোগে জয়নুল আবদিন ফারুকের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

প্রতারণার অভিযোগে জয়নুল আবদিন ফারুকের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

প্রতারণার মাধ্যমে সংসদ ভবনে ঢোকার অভিযোগে বিগত সংসদের বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের ব্যক্তিগত সহকারী তাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেরেবাংলা নগর থানার ওসি আব্দুল মোমিন জানান, “কার্ড জালিয়াতির মাধ্যমে সংরক্ষিত এলাকা সংসদ ভবনে ঢোকার অভিযোগে সোমবার বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

সংসদ ভবন এলাকায় দায়িত্বরত পুলিশ পরিদর্শক মো. কাশেম এ ঘটনায় একটি মামলাও দায়ের করেছেন, যাতে তাজুলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

এজাহারের বরাত দিয়ে শেরেবাংলা নগর থানার উপ পরিদর্শক হাবিবুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে তাজুল ইসলাম সংসদ ভবনে ঢোকার সময় যে কার্ড ব্যবহার করেছেন সেটি তার নামে ‘ইস্যু’ করা হয়নি। “সংসদ ভবনে ঢোকার জন্য তিনি অবৈধ কার্ড বানিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছিলেন।” কি উদ্দেশ্যে তিনি সংসদ ভবনে ঢোকার চেষ্টা করেছিলেন, তা তদন্ত করে দেখা হবে বলে ওসি জানান।

আরও পড়ুন

সর্বশেষ