নীতিগত দিক থেকে তুরস্ক মৃত্যুদণ্ডের বিরুদ্ধে হলেও যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় অন্যান্য দেশগুলোর মতোই বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী বলে জানিয়েছেন তুরস্কের নিযুক্ত রাষ্ট্রদূত হুসেইন মুফতুগলু।
বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী দীপুমনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। তুরস্কে মৃত্যুদণ্ড নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান তিনি।
পরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুসেইন মুফতুগলুর প্রথম বৈঠক শেষে তিনি বলেন, বাংলাদেশ তুরস্কের বন্ধু রাষ্ট্র। পেছনের দিকে না তাকিয়ে সামনের সকল কাজে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় তুরস্ক।
এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলেও জানান এই রাষ্ট্রদূত।