মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
প্রচ্ছদসারা বিশ্ব৮০ বছর বয়সী জাপানির এভারেস্ট জয়

৮০ বছর বয়সী জাপানির এভারেস্ট জয়

জাপানের ইউইচিরো মিউরা (৮০) সবচেয়ে বেশি বয়সে এভারেস্ট জয়ের রেকর্ড গড়েছেন। গত বৃহস্পতিবার তিনি তৃতীয়বারের মতো পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করেন। বিবিস, রয়টার্স, এএফপি।

এর আগেও দুইবার এভারেস্ট জয় করেন ইউইচিরো মিউরা। এর আগে এ রেকর্ড ছিল নেপালের মিন বাহাদুর শেরচানের। ২০০৮ সালে এভারেস্ট জয়ের সময় তার বয়স ছিল ৭৬ বছর।

অভিযান শুরুর আগে নিজের স্বপ্ন সম্পর্কে মিউরা বলেছিলেন, ‘রেকর্ড গড়া আমার জন্য গুরুত্বপূর্ণ কিছু নয়, সর্বোচ্চ চূড়ায় যাওয়াটাই গুরুত্বপূর্ণ।’

২০০৩ ও ২০০৮ সালে আট হাজার ৮৫০ মিটার উচ্চতার এভারেস্ট শৃঙ্গ জয় করেন মিউরা। এ সম্পর্কে কয়েক মাস আগে তিনি বলেছিলেন, দৃঢ় মনোভাব, সাহস ও ধৈর্য থাকলে এভারেস্ট জয়ের স্বপ্ন পূরণ করা যায়।

আরও পড়ুন

সর্বশেষ