বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
প্রচ্ছদটপবাজেট ঘাটতি ৫৫,০৩২, লক্ষ্যমাত্রা ১,৬৭৪৫৯ কোটি টাকা

বাজেট ঘাটতি ৫৫,০৩২, লক্ষ্যমাত্রা ১,৬৭৪৫৯ কোটি টাকা

Budget-sm-12রস্তাবিত ২০১৩-১৪ অর্থবছরের বাজেট ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার। বাজেট ঘাটতি ধরা হয়েছে ৫৫ হাজার ৩২ কোটি।  উন্নয়ন ও অনুন্নয়ন খাত মিলিয়ে এ বাজেটের অর্থায়ন হবে অভ্যন্তরীণ উৎস ও বৈদেশিক ঋণ থেকে। রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৪৫৯ কোটি টাকা।

অভ্যন্তরীণ অর্থায়নের মধ্যে ১ লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকা আসবে জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর থেকে যা মোট বাজেটের ৬১.২ শতাংশ। এরমধ্যে মূল্য সংযোজন কর বা ট্যাক্স থেকে আসবে ৩৬.৭ শতাংশ, আমদানি শুল্ক থেকে ১০.৮ শতাংশ, আয়কর থেকে ৩৫.৫ শতাংশ, সম্পূরক শুল্ক থেকে ১৫.৩ শতাংশ এবং অন্যান্য উৎস থেকে ১.৭ শতাংশ।

 করের বাইরের উৎস থেকে যে অর্থায়ন হবে তা মোট বাজেটের ১১.৮ শতাংশ। জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর থেকে আসবে ২.৩ শতাংশ। অভ্যন্তরীণ অর্থায়ন (ব্যাংকিং ও অব্যাংকিং খাতের ঋণসহ) ১৫.৩ শতাংশ, বৈদেশিক ঋণ ৬.৫ শতাংশ এবং বৈদেশিক অনুদান পাওয়া যাবে ২.৯ শতাংশ।

আরও পড়ুন

সর্বশেষ