বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ‘স্কুল মোবাইল ব্যাংকিং’ ও ‘স্কুল ব্যাংকিং’ চালু

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ‘স্কুল মোবাইল ব্যাংকিং’ ও ‘স্কুল ব্যাংকিং’ চালু

সম্প্রতি যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের স্কুল মোবাইল ব্যাংকিং (সহজ) এবং স্কুল ব্যাংকিং (অঙ্কুর) আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ এ এম জাকারিয়া, যশোরের জেলা প্রশাসক মো: মোস্তাফিজুর রহমান, প্রগতি সিস্টেমসের সিইও ড. শাহাদাত খান, ব্যাংকের আইসিটি ডিভিশনের প্রধান তাহের আহমেদ চৌধুরী, মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান আজম খান, যশোর শাখার ব্যবস্থাপক মো: আবদুর রশীদ, যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিকিা মিসেস খালেদা খাতুন, স্কুলের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং স্কুলের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

সর্বশেষ