সম্প্রতি যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের স্কুল মোবাইল ব্যাংকিং (সহজ) এবং স্কুল ব্যাংকিং (অঙ্কুর) আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ এ এম জাকারিয়া, যশোরের জেলা প্রশাসক মো: মোস্তাফিজুর রহমান, প্রগতি সিস্টেমসের সিইও ড. শাহাদাত খান, ব্যাংকের আইসিটি ডিভিশনের প্রধান তাহের আহমেদ চৌধুরী, মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান আজম খান, যশোর শাখার ব্যবস্থাপক মো: আবদুর রশীদ, যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিকিা মিসেস খালেদা খাতুন, স্কুলের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং স্কুলের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।