আধুনিক প্রযুক্তিনির্ভর ইসলামী ব্যাংকিংসেবা দেয়ার প্রত্যয়ে ঢাকার গুলশান বাহেলা টাওয়ারে সম্প্রতি ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখার উদ্বোধন করা হয়েছে। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এই শাখার উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান বেলাল আহমেদ, পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল হামিদ মিয়া, উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ ছালেহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এ এম সলিমুল্লাহ ও গুলশান শাখার ব্যবস্থাপক এ বি এম মোকাম্মেল হক চৌধুরীসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।