শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদআরো খবর......রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন ভারতীয় হাইকমিশনার

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন ভারতীয় হাইকমিশনার

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

১৯৭৪ সালের বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি ও ২০১১ সালের প্রটোকল তিস্তা নদীর পানি বণ্টনসহ ভারতের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত ইস্যুগুলোর আসু সমাধান চান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রোববার বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন।

ভেরামারা-বহরামপুর ট্রান্সমিশন লাইনের মাধ্যমে বিদ্যুৎ দেওয়ায় রাষ্ট্রপতি ভারত সরকারকে ধন্যবাদ জানান। বাগেরহাটের রামপালে ভারত-বাংলাদেশ যৌথ কয়লা প্রকল্প নিয়েও সন্তোষ ব্যক্ত করেন রাষ্ট্রপতি। এই প্রকল্প বাংলাদেশে জ্বালানি চাহিদা পূরণে সহায়ক হবে বলে তিনি আশা করেন। রাষ্ট্রপতি আরো আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সহযোগিতামূলক উত্তোরত্তোর সমৃদ্ধি করুক।

পঙ্কজ শরণ রাষ্ট্রপতিকে বলেন, তাঁর দেশ বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত সমাধানের ব্যাপারে আন্তরিক এবং দুই বন্ধুত্বপূর্ণ দেশের সম্পর্ক উন্নয়নে তিনি তাঁর সর্বোচ্চ চেষ্টা করে যাবেন।

আরও পড়ুন

সর্বশেষ