বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে পুলিশের সাথে সংঘর্ষে শ্রমিক নিহত

চট্টগ্রামে পুলিশের সাথে সংঘর্ষে শ্রমিক নিহত

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

চট্টগ্রামে বিদেশী মালিকানাধীন একটি জুতা তৈরির কারখানায় শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে এক শ্রমিক নিহত ও পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে পশ্চিম পটিয়ার কোরিয়ান ইপিজেডে ইয়ংওয়ান গ্রুপের মালিকানাধীন ‘কে স্পোর্টস’ কারখানায় শ্রমিকদের বেতন দেয়া নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের এক পর্যায়ে ুব্ধ শ্রমিকরা ওই কারখানার বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে এবং একটি অংশে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ২০ জন আহত হন। গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর বেলা ৩টার দিকে পারভীন আক্তার (২০) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়।
আহত তিন পুলিশ কনস্টেবল হলেন- রতন দেওয়ান, চানমনি ও আবদুল মতিন। তারা তিনজনই কর্ণফুলী থানায় কর্মরত।
এ কারখানায় বৃহস্পতিবার বেতন দেয়ার কথা ছিল। কিন্তু বেতনের টাকা আনতে দেরি হওয়ায় শ্রমকিরা বিক্ষোভ ও ভাঙচুর শুরু করে। এক পর্যায়ে ঘটনাস্থলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গেও শ্রমিকরা সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা কয়েক রাউন্ড শট গানের গুলি নিক্ষেপ করে। কেইপিজেড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন

সর্বশেষ