শনিবার, জুন ১, ২০২৪
প্রচ্ছদজাতীয়পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

ঘন কুয়াকাশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রোববার সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পাটুরিয়া ঘাট সূত্রে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বর্তমানে ১০টি রো রো (বড়) এবং ২টি কে টাইপ (ছোট) ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এর মধ্যে পাটুরিয়া ঘাটে রয়েছে ৭টি রো রো এবং ১টি কে টাইপ এবং দৌলতদিয়ায় রয়েছে ৩টি রো রো এবং ১টি কে টাইপ। পাটুরিয়া ফেরি ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা  জানান, কুয়াশা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। তবে পাটুরিয়া ঘাটে পাড়ের অপেক্ষায় তেমন যানবাহন নেই বললেই চলে।

আরও পড়ুন

সর্বশেষ