বুধবার, নভেম্বর ৬, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েঈদগাঁওতে ফিল্মি স্টাইলে মাদ্রাসা ছাত্রীকে তুলে নিয়ে গেছে সন্ত্রাসীরা

ঈদগাঁওতে ফিল্মি স্টাইলে মাদ্রাসা ছাত্রীকে তুলে নিয়ে গেছে সন্ত্রাসীরা

কক্সবাজার সদরের ঈদগাঁওতে প্রকাশ্য দিনে দুপুরে  ফিল্মি স্টাইলে মাদ্রাসা ছাত্রীকে উঠিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। গতকাল ৩ জুন দুপুর সাড়ে ১২ টা’য় ঈদগাঁও আলমাছিয়া সড়কের বিমান মৌলভীর ব্রিক ফিল্ডের সন্নিকটে এ ঘটনা ঘটে। জানা যায়, চৌফলদন্ডী ইউনিয়নের নতুন মহাল গ্রামের সৌদি প্রবাসী বশির আহমদের কন্যা এবং কক্সবাজার আদর্শ বালিকা মাদাসার আলিম ২য় বর্ষের ছাত্রী আয়েশা ছিদ্দিকা (১৭) সকাল সাড়ে বারোটার দিকে আপন চাচা এমদাদুল হকের সাথে  কক্সবাজাস্থ কক্সবাজার আদর্শ বালিকা মাদ্রাসার হোস্টেলে পৌঁছার পথে ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসা সড়কের বিমান মৌলভীর ব্রিক ফিল্ডের সন্নিকটে এসে পৌঁছলে জালালাবাদ ইউনিয়নের বাহারছড়া গ্রামের আবদুল হামিদের পুত্র মিজানুর রহমান (২৫)’র নের্তৃত্বে আরো ৫ জন দুটি সিএনজিযোগে  আয়েশা ও তার চাচাকে পরিবহনবহনকারী রিক্রা্র সামনে এসে তাদের গতিরোধ করে। পরে মিজান ও তার অপরাপর সহযোগীরা  সশস্ত্র অবস্থায়  সিএনজি থেকে নেমে অস্ত্রের মুখে জিম্মি করে চাচার প্রবল প্রতিরোধ সত্বেও আয়েশাকে সিএনজিযোগে তুলে নিয়ে যায়। সংবাদ পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মনজুর কাদের ভুঁইয়া ও এ. এসআই নাজমুলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে অভিযুক্ত মিজানের বাসায় হানা দিলেও মিজানকে গ্রেপ্তার কিংবা আয়েশাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে মিজানের মুঠোফোনে বার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে অন্য একটি সুত্র জানিয়েছে,  আয়েশার সাথে  মিজানের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ত্ততি চলছে বলে আয়েশায় পারিবারিক সুত্র জানায়।

আরও পড়ুন

সর্বশেষ