গাজায় দীর্ঘ ১৫ মাসের সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতি শুরু হতে যাচ্ছে। আজ রোববার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে এই যুদ্ধবিরতি। প্রথম পর্যায়ে ৪২ দিনের বিরতিতে সম্মত হয়েছে উভয়পক্ষ।
গাজার এই যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে, তিনজন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ৭৩৭ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবে, যাদের বেশিরভাগই ইসরায়েলের কারাগারে বন্দি ছিলেন।
এদিকে এই যুদ্ধবিরতির চুক্তি কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের মধ্যস্থতায় সম্পাদিত হয়েছে। গত ১৫ মাসের যুদ্ধের পর গাজায় প্রায় ৪৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
ইসরায়েলের নির্বিচার হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রোববার থেকে গাজায় যুদ্ধবিরতি হওয়ার পর স্বাভাবিক গতিতে সেখানে অবকাঠামো পুনর্নির্মাণের কাজ শুরু হবে। তবে গাজাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সময় লাগবে ৪০ বছর, আর খরচ হবে ৮০ বিলিয়ন ডলার। খবর আরব নিউজের।
উপত্যকাটিতে সহায়তা সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। ১৫ মাস ধরে চলা এ যুদ্ধ ছিটমহলটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। দালানকোঠাগুলো এখন ধ্বংসাবশেষের ঢিবিতে পরিণত হয়েছে। বড় বড় রাস্তা, পানি ও বিদ্যুতের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। বেশিরভাগ হাসপাতাল গুড়িয়ে দেওয়া হয়েছে।