বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসিএমপির সিটিজেনস্ ফোরাম কার্যক্রম শুরু

সিএমপির সিটিজেনস্ ফোরাম কার্যক্রম শুরু

জনআকাঙ্ক্ষা ধারণ করে সিটিজেনস্ ফোরাম নামে কমিউনিটি পুলিশিংয়ের নতুন কার্যক্রম শুরু করলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ৮ ডিসেম্বর বিকেলে নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে এ কার্যক্রম উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। তিনি বলেন, ফোরামটি প্রান্তিক মানুষের সর্বোচ্চ সেবা নিশ্চিত করবে।

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নিষ্ক্রিয় পুলিশ বাহিনীকে জনবান্ধব করতে নানা উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ শুরু করলো নতুন এক কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম।

রোববার সিটিজেনস্ ফোরাম নামের এ নতুন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে কমিউনিটির রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্রসহ সমাজের নানা পেশার কয়েকশ মানুষ অংশ নেন। যেখানে উঠে আসে পুলিশের নানা সমালোচনা, জনগণের আকাঙ্ক্ষা ও চাহিদার কথা, ছিল ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানো জন্য এ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি পরামর্শও। তারা এমন পুলিশ চান, যে বাহিনী নাগরিকের বন্ধু হয়ে কাজ করবে। পুলিশ ছাড়া নিরাপদ বাসস্থান সম্ভব নয়। 

রাজনীতিকরণে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আস্থা হারিয়েছে উল্লেখ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, ‘নির্দলীয় এ ফোরামটি সমাজের প্রান্তিক মানুষের কথা থানা পুলিশকে অবহিত করবে। সেই সঙ্গে জনগণের সর্বোচ্চ গুণগত সেবা নিশ্চিত করবে।

সিএমপির আওতায় মহানগরের ৮৬ সদস্যের একটি কমিটিসহ ১৬টি থানার অধীনে ১৬টি সিটিজেনস্ ফোরাম কমিটি এ কার্যক্রম চালাবে।

আরও পড়ুন

সর্বশেষ