বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
প্রচ্ছদজাতীয়আমেরিকা আমাদের অভূতপূর্ব ও শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে : ট্রাম্প

আমেরিকা আমাদের অভূতপূর্ব ও শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের একদম দ্বারপ্রান্তে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর মাত্র চারটি ভোট পেলেই আগামী চার বছরের জন্য মার্কিন প্রেসিডেন্টের আসনে বসবেন তিনি। তবে ফলাফল ঘোষণার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

এই জয়কে রাজনৈতিক বিজয় ঘোষণা করে তিনি যুক্তরাষ্ট্রকে সোনালি যুগে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। খবর বিবিসি।

বিবিসির তথ্যমতে, এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে ২৬৬টি ইলেকটোরাল কলেজ। কমলা হ্যারিসের ঝুলিতে ২১৯টি। আর মাত্র চারটি ইলেকটোরাল কলেজ পেলেই আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হয়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প। তবে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করবেন আগামী বছরের ২০ জানুয়ারি।

আরও পড়ুন

সর্বশেষ