যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের একদম দ্বারপ্রান্তে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর মাত্র চারটি ভোট পেলেই আগামী চার বছরের জন্য মার্কিন প্রেসিডেন্টের আসনে বসবেন তিনি। তবে ফলাফল ঘোষণার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প।
এই জয়কে রাজনৈতিক বিজয় ঘোষণা করে তিনি যুক্তরাষ্ট্রকে সোনালি যুগে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। খবর বিবিসি।
স্থানীয় সময় মঙ্গলবার (০৫ নভেম্বর) রাতে ফ্লোরিডায় নিজের প্রচারাভিযানের সদরদপ্তরে উল্লাসরত সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে ট্রাম্প এই প্রত্যয় ব্যক্ত করেন। স্ত্রী মেলানিয়া, ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্সদের সামনেই সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, প্রতিটি দিন আমি আপনারদের জন্য লড়াই করে যাব।
ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বক্তব্যর এক পর্যায়ে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত করায় ভোটারদের ধন্যবাদ জানান আমেরিকার ৪৫তম এই প্রেসিডেন্ট। তাঁর বক্তব্যর সময় পাম বিচের জড়ো হওয়া জনতারা ‘আমেরিকা’, ‘আমেরিকা’, ‘আমেরিকা’ বলে উল্লাস প্রদর্শন করে।
ট্রাম্প বলেন, আমেরিকা আমাদের একটি অভূতপূর্ব ও শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে। এটি আমেরিকান জনগণের জন্য একটি দুর্দান্ত বিজয়, যা আমাদের আমেরিকাকে আবার মহান করার সুযোগ দেবে। এই জয়কে রাজনৈতিক জয় অ্যাখ্যা দিয়ে তিনি জানান, জনগণ এই দিনটি আবার ফিরে দেখবে। নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের মধ্যে একটি হিসেবে বিবেচনা করবেন।
বিবিসির তথ্যমতে, এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে ২৬৬টি ইলেকটোরাল কলেজ। কমলা হ্যারিসের ঝুলিতে ২১৯টি। আর মাত্র চারটি ইলেকটোরাল কলেজ পেলেই আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হয়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প। তবে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করবেন আগামী বছরের ২০ জানুয়ারি।