শুক্রবার, মে ২৪, ২০২৪
প্রচ্ছদআরো খবর......শ্রদ্ধা,ভালবাসায় সিক্ত বুদ্ধিজীবী স্মৃতিসৌধ

শ্রদ্ধা,ভালবাসায় সিক্ত বুদ্ধিজীবী স্মৃতিসৌধ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুদ্ধিজীবী কবরস্থানে পৌঁছান। আর ৬টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এরপর সকাল সাতটায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বেদিতে পুষ্পার্ঘ অর্পর্ণের মধ্যদিয়ে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে সকাল ৯টার দিকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

প্রধানমন্ত্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার পর আজকের দিবসটি সবার কাছেই ভিন্ন আবেদন নিয়ে ফিরে এসেছে। সব শ্রেণী-পেশা-ধর্ম-বর্ণের মানুষের স্মরণের মধ্য দিয়ে ভোর থেকেই চলছে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের আনুষ্ঠানিকতা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ হলে স্মৃতিসৌধ সবার শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হয়।

আরও পড়ুন

সর্বশেষ