রবিবার, নভেম্বর ১০, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনরেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের উপজেলা নেতৃত্ব উন্নয়ন সম্মেলন আগামীকাল

রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের উপজেলা নেতৃত্ব উন্নয়ন সম্মেলন আগামীকাল

২৬ অক্টোবর চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আওতাধীন ১৫ টি উপজেলার যুব রেড ক্রিসেন্টের সদস্যদের নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে ১ম উপজেলা নেতৃত্ব উন্নয়ন সম্মেলন ২০২৪ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আয়োজনে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের বাস্তবায়নে দিনব্যাপী চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা মাজিস্ট্রেট ফরিদা খানম এবং সভাপতিত্ব করবেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোসাইটির ভারপ্রাপ্ত মহাসচিব ইমাম জাফর সিকদার এবং চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো: আসলাম খান।

স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষিত করার লক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন সেশন পরিচালনা করা হবে। উপজেলা সমূহ থেকে আগত অংশগ্রহনকারীদের ও সংশ্লিষ্ট যুব স্বেচ্ছাসেবকদের সকাল ৭.৩০ ঘটিকায় চট্টগ্রাম সার্কিট হাউসে উপস্থিত থাকার জন্য যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ আহবান জানিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ