আহলে সুন্নাহ যুব সাংস্কৃতিক ফোরাম ডেনমার্ক এবং ব্লাড ফ্রেন্ড সোসাইটি বাংলাদেশ এর উদ্যোগ ও সার্বিক অর্থায়নে ৫ সেপ্টেম্বর ২০২৪ ফেনী জেলাধীন পরশুরাম ও ফুলগাজী উপজেলায় সম্প্রতি ভয়াবহ্ বন্যায় ক্ষতিগ্ৰস্থ প্রান্তিক মনোনীত ৪৩০ জন কৃষকদের ত্রানের অংশ হিসাবে কৃষি বীজ বিতরণ করা হয়।
আয়োজিত বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন যথাক্রমে ব্লাড ফ্রেন্ড সোসাইটি বাংলাদেশ এর সভাপতি ম শওকত উল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মঈনুল ইসলাম, কোষাধ্যক্ষ তানভীর ফিরোজ, বন্যার্ত ত্রান সহায়তা প্রকল্পের আহবায়ক আবু মাসুদ রানা, সাহিত্য সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক মুক্তিযোদ্ধা ও কবি শুক্কুর চৌধুরী, আজীবন সদস্য মোঃ গফুর আলম, রক্তদাতা সদস্য আসাদুল ইসলাম, চিত্রশিল্পী ও সাংবাদিক- আজিজুল কদির, স্বেচ্ছাসেবক মাজহারুল ইসলাম রাহাত ও অভিলাষ মাহমুদ প্রমূখ।
স্থানীয়ভাবে ক্ষতিগ্ৰস্থ প্রান্তিক কৃষকের তালিকা তৈরী ও বিতরণ ব্যবস্থাপনায় সহযোগীতা করেছেন সেচ্ছাসেবী সামাজিক সংগঠন রাহবার এর সাধারণ সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এনামুল করিম আজাদ, স্বেচ্ছাসেবক মেজবাউল হাসান লিনু, গাউছিয়া কমিটি ফেনী জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ শহিদুল্লাহ পাটোয়ারী।
ফেনী জেলার পরশুরাম ও ফুলগাজীস্থ ৩টি স্থানে পৃথক পৃথক ভাবে উক্ত কার্যক্রম পরিচালনা করা হয়। দুপুর ১২ ঘটিকায় পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রসার হলরুমে উপস্থিত ২২০ জন, ২য় পর্যায়ে, দুপুর ১.৩০ ঘটিকায় ফুলগাজী উপজেলাস্থ নতুন মুন্সিরহাট এলাকায় ১১০ জন এবং বেলা ৩.০০ ঘটিকায় একই উপজেলার জগৎপুরে ৮০ জন প্রান্তিক চাষী ও অন্যান্য ২০ জন মৌসুমী চাষীদের উপহার স্বরূপ বারি-১৪ সরিষা, চাষের জন্য লাউ, কুমড়া, বেগুন, ঝিঙা ও বরবটি সবজি বীজ বিতরণ করা হয়।
ফেনী অঞ্চলের আর্থসামাজিক ও বাস্তবমুখী পুনর্বাসনের লক্ষ্যে দুই সংগঠনের কর্মপরিষদ এ উদ্যোগ গ্রহণ করেন। কৃষি খাত পুনঃরায় চাঙা ও কৃষি জমি চাষ করার জন্য কৃষকদের বীজ ক্রয়ের নিমিত্তে ঋণ করতে হবে অথবা সামর্থহীন হলে তাদের চাষ করতে অপরাগ হতে হবে বিধায় বন্যা পরবর্তী এ কার্যক্রমের মাধ্যমে কৃষকদের সহায়তা প্রদানই একমাত্র লক্ষ্য।
আগত উপভোগকারী কৃষকরা সময়োপযোগী এমন উদ্যোগের ভূয়োসী প্রশংসা ও ধন্যবাদজ্ঞাপন করেন। আয়োজিত বিতরণ কার্যক্রমে ফেনী জেলাস্থ দুটি উপজেলার তিনটি স্থান পরশুরাম, নতুন মুন্সিরহাট ও জগৎপুর এলাকার মোট ৪৩০জন ক্ষতিগ্ৰস্থ প্রান্তিক কৃষককের মধ্যে বীজ সহ কৃষি উপকরণ বিতরণ করা হয়।