বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনলায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ব্রেকফাস্ট সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ব্রেকফাস্ট সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স জেলা ৩১৫ বি৪ বাংলাদেশের অন্যতম সেরা ক্লাব লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির ব্রেকফাস্ট সভা ২৮ সেপ্টেম্বর, ২০২৪ শনিবার জিইসি মোড়স্থ হোটেল জামান (মেজবানী)   তে অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির সভাপতি লায়ন আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন এমজেএফ।  লায়ন্স ক্লাব সেক্রেটারি লায়ন আবু রায়হান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির গাইডিং লায়ন ও সিনিয়র গভর্ণর এডভাইজর লায়ন ডা: আবদুল্লাহ আল হারুন এমজেএফ, প্রাক্তন প্রেসিডেন্ট ও সিনিয়র গভর্ণর এডভাইজর লায়ন মোহাম্মদ আলী চৌধুরী, প্রাক্তন প্রেসিডেন্ট ও গভর্ণর এডভাইজর লায়ন মনজুরুল আহসান চৌধুরী, প্রাক্তন প্রেসিডেন্ট ও রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার লায়ন মুসলেহ উদ্দিন মনসুর, প্রাক্তন প্রেসিডেন্ট ও রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আসিফ উদ্দিন ভূইয়া, প্রাক্তন প্রেসিডেন্ট ও রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আবদুল মতিন, প্রাক্তন প্রেসিডেন্ট ও জোন চেয়ারপার্সন   লায়ন কাশেম শাহ।

আরো উপস্থিত ছিলেন  ক্লাবের সহ সভাপতি লায়ন তারেকুল আলম, সহসভাপতি লায়ন জাহেদুল আলম সাকিব, জয়েন্ট সেক্রেটারি লায়ন মোহাম্মদ জামাল উদ্দিন, মার্কেটিং চেয়ারপার্সন লায়ন মাহাবুবুর রহমান মোহন, লায়ন মোহাম্মদ মিজানুল করিম, লায়ন মুরাদুল হক, লায়ন নুরুল আবছার জুয়েল, লায়ন আরসেল আজিম মোহন  ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির প্রাক্তন প্রেসিডেন্ট লিও সিরাজুল ইসলাম রিপন, প্রাক্তন প্রেসিডেন্ট ও লিও জেলার জয়েন্ট ট্রেজারার লিও এডভোকেট জয়নুল আবেদিন ও লিও ক্লাব প্রেসিডেন্ট লিও শামীম খান।  সভায় আসন্ন অক্টোবর সার্ভিস সপ্তাহ, ইন্টারন্যাশনাল ডিউজ ও ক্লাব কার্যক্রম সহ ক্লাবের সনদ প্রাপ্তি দিবস উদযাপন বিষয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ