বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের পক্ষ থেকে হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার তিন শতাধিক...

চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের পক্ষ থেকে হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আওতাধীন হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য জাতীয় সদর দপ্তর হতে প্রেরিত একসপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।  যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলা ইউনিটের সহযোগিতায় ২৭ ই সেপ্টেম্বর শুক্রবার হাটহাজারী উপজেলার কাটিরহাট, ফরহাদাবাদ ইউনিয়ন ও ফটিকছড়ি উপজেলার পশ্চিম সুয়াবিল ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে এ ফুড প্যাকেজ বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে একটি পরিবারের জন্য একসপ্তাহের চাল,চিনি, তেল, লবন ডাল, সুজি।

উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ। উপস্থিত ছিলেন ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য ইসমাইল হক চৌধুরী ফয়সাল ও যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ বলেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুর্নবাসনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম চলমান আছে আর এর অংশ হিসেবে চট্টগ্রাম জেলা ইউনিটের আওতাধীন বিভিন্ন উপজেলায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আগামীতে আরো বৃহত্তর পরিসরে সহযোগিতা ও পুর্নবাসনে জাতীয় সদরদপ্তর ও চট্টগ্রাম জেলা ইউনিটের সমন্বয়ে কাজ করা হবে বলে জানান। সমাজের বিত্তবানদের ও এগিয়ে আসার আহবান জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ