বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সমন্বিতভাবে কাজ করতে হবে : চট্টগ্রামে হাসান আরিফ

বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সমন্বিতভাবে কাজ করতে হবে : চট্টগ্রামে হাসান আরিফ

বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ। রোববার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসন-সহ বিভিন্ন সংস্থার সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

উপদেষ্টা আরো জানান, বন্যায় গ্রামীণ জনপদে রাস্তাঘাট, ব্রীজ, সেতু ও কৃষকের বড় ধরনের ক্ষতি হয়েছে। এগুলো সংস্কারে বেশি জোর দেয়া হচ্ছে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিটি করপোরেশন, ওয়াসা, এলজিইডি- সহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন সংস্থা সমূহের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসনের আয়োজনে চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থী প্রতিনিধীদের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা।

আরও পড়ুন

সর্বশেষ