ইউনিয়ন ব্যাংক পিএলসি. এর জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নবগঠিত পরিচালনা পর্ষদের ১ম সভা চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ এর সভাপতিত্বে ০২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শেখ জাহিদুল ইসলাম, এফসিএ নিরীক্ষা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের আইবিএ থেমে এমবিএ (ফিন্যান্স) সম্পন্ন করেন এবং এসআইবিএল, এমটিবি, এআইবিএলসহ বিভিন্ন ব্যাংক ও অডিট ফার্মে কর্মরত ছিলেন। তাঁর রয়েছে ব্যাংক, দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানি এবং এনজিওতে বহুমাত্রিক নিরীক্ষার অভিজ্ঞতা। তিনি বাংলাদেশ ব্যাংক, আইসিএবি, আইসিএমএবি, মন্ত্রণালয় ও এনজিও ব্যুরোতে প্রশিক্ষণ গ্রহণ ও প্রদান করেন। নবনির্বাচিত নিরীক্ষা কমিটির চেয়ারম্যান শেখ জাহিদুল ইসলাম, এফসিএ ব্যাংকের সকল আমানতকারী, ব্যবসায়িক অংশীদার, স্টেকহোল্ডার, শুভাকাক্সক্ষী ও শুভানুধ্যায়ীদেরকে ব্যাংকের প্রতি আস্থা ও সহযোগিতা অব্যাহত রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান।