বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
প্রচ্ছদপ্রবাসী সময়বন্যার্তদের সহায়তায় উত্তর আমেরিকায় বাংলাদেশী আর্টিস্ট ফোরামের ব্যতিক্রমী উদ্যোগ

বন্যার্তদের সহায়তায় উত্তর আমেরিকায় বাংলাদেশী আর্টিস্ট ফোরামের ব্যতিক্রমী উদ্যোগ

আজ ২৫ আগস্ট ২০২৪ তারিখে, বিশ্বব্যাপী শিল্পীরা একত্রিত হয়ে বাংলাদেশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যের জন্য একটি *ফেসবুক লাইভ* কনসার্টের আয়োজন করছেন। এই কনসার্টটি *বাংলাদেশী আর্টিস্ট ফোরাম ইন নর্থ আমেরিকা* আয়োজন করেছে এবং *অঙ্কুর ইন্টারন্যাশনাল* এর সমর্থনে পরিচালিত হবে। এটি কেবলমাত্র একটি সঙ্গীত অনুষ্ঠান নয়; এটি মানবিক সহায়তার প্রতি আন্তরিক আহ্বান। বাংলাদেশের বন্যাকবলিত মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ওয়ারফেজ, শুন্য, বাবনা করিম, চন্দন (উইনিং), অনিলা, তুষার (ইন ঢাকা), রাজীব চৌধুরী, রাজীব রাসেল, এবং শারমিন লাকি সহ আরও অনেক জনপ্রিয় শিল্পী এই আয়োজনে অংশগ্রহণ করবেন। এই শিল্পীরা তাদের সুর এবং কণ্ঠ দিয়ে দর্শকদের মুগ্ধ করবেন এবং একই সঙ্গে সকলকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানাবেন। এই ইভেন্টের মূল সঞ্চালনায় থাকবেন নিউজার্সি থেকে রাজীব রাসেল ( আর্টল্যাব, NJ), টরন্টো থেকে রাজীব চৌধুরী এবং পর্তুগাল থেকে জনপ্রিয় মিডিয়া পার্সোনালিটি শারমিন লাকি।

লাইভ কনসার্টটি আজ ২৫ আগস্ট, ২০২৪ তারিখে বাংলাদেশ সময় রাত ১০টায় এবং যুক্তরাষ্ট্রের ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম (EST) দুপুর ১২টায় সরাসরি সম্প্রচারিত হবে। ।দর্শকরা সরাসরি কনসার্টটি SHUNNO  Warfaze এবং Razib Russell (ArtLabLive) এর ফেসবুক পেজ থেকে উপভোগ করতে পারবেন। সারা বিশ্বের যাঁরা তাদের ভালোবাসা এবং সহানুভূতি প্রকাশ করতে ইচ্ছুক, তাঁদেরকে যুক্ত করা হবে এই আয়োজনে।
ইভেন্ট লিঙ্কঃ https://facebook.com/events/s/global-bangladeshi-artists-uni/884139820293124/

এই বিশেষ উদ্যোগের মাধ্যমে সংগৃহীত অর্থ বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় ব্যবহৃত হবে। আয়োজকরা আশা করছেন, এই প্রচেষ্টার মাধ্যমে অনেক মানুষের জীবন রক্ষা পাবে এবং তারা পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। বন্যার্তদের সহায়তায় আপনার মূল্যবান অংশগ্রহণ এবং দান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানানো হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ