বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েচুক্তি বাস্তবায়ন না হওয়ায় সহজ ডটকমের বিরুদ্ধে আইনি ব্যবস্থার সুপারিশ সংসদীয় কমিটির

চুক্তি বাস্তবায়ন না হওয়ায় সহজ ডটকমের বিরুদ্ধে আইনি ব্যবস্থার সুপারিশ সংসদীয় কমিটির

সহজ ডটকমের সঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের পূর্ণ চুক্তি বাস্তবায়ন না হওয়ায় জরিমানা আদায় ও আইনি ব্যবস্থার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বুধবার (৩১ জুলাই) জাতীয় সংসদের ‘রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়৷ কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম, শফিকুল ইসলাম শিমুল, শামীম ওসমান, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, মুহাম্মদ সাইফুল ইসলাম, মো. শফিকুর রহমান ও নুরুন নাহার বেগম বৈঠকে অংশ নেন।

এ বৈঠকে বাংলাদেশ রেলওয়ে সরকারি কোন কোন প্রতিষ্ঠান থেকে কত টাকার মবিল কেনে, রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্টকে সেনা ও পুলিশ কল্যাণ ট্রাস্টের মতো আধুনিক ও যুগোপযোগী করা, খুলনা-মোংলা, জয়দেবপুর-ঈশ্বরদী এবং ভাঙ্গা-পায়রা পর্যন্ত রেলপথ নির্মাণ, রেলওয়ের ট্যুরিস্ট ট্রেনের যাত্রীবাহী কোচ সংগ্রহের পরিকল্পনা এবং রেলওয়ের বিদ্যুৎ বিল বকেয়া সম্পর্কে আলোচনা হয়।
এ বৈঠকে সহজ ডটকমের সঙ্গে মন্ত্রণালয়ের পূর্ণ চুক্তি বাস্তবায়ন না হওয়ায় জরিমানা আদায় ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে ডেমু ট্রেনের দেশি ও বিদেশি সরবরাহকারীদের আগামী বৈঠকে উপস্থিত করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

প্রধান আইন কর্মকর্তার পদ সৃজন ও চুক্তিভিত্তিক আইন কর্মকর্তা নিয়োগের মাধ্যমে মন্ত্রণালয়ের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার সুপারিশ করা হয় বৈঠকে। এছাড়া বৈঠকে দায়িত্বে অবহেলা ও অনিয়মের কারণে কমিটি সর্বসম্মতিক্রমে অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) পার্থ সরকারকে সাসপেন্ড করার সুপারিশ করা হয়।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ