রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েপ্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন পিএসসির

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন পিএসসির

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) বিপিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের যুগ্মসচিব আব্দুল আলীম খানকে। কমিটির সদস্য বিপিএসসির পরিচালক দিলাওয়েজ দুরদানা। তদন্ত কমিটির সদস্য সচিব করা হয়েছে বিপিএসসির পরিচালক মোহাম্মদ আজিজুল হককে।

বিপিএসসির চেয়ারম্যান জানান, অভিযোগ তদন্ত করতে এ কমিটি করা হয়েছে। যাদের নামে অভিযোগ প্রমাণিত হবে কাউকেই ছাড় দেওয়া হবে না। গত রোববার (৭ জুলাই) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে পিএসসির প্রশ্নপত্র ফাঁস নিয়ে এক প্রতিবেদন প্রকাশের পরদিন ও প্রশ্নফাঁসের অভিযোগে পিএসসির তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। যদিও সোমবার (৮ জুলাই) রাতে এক বিবৃতিতে পিএসসি জানায়, প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে নতুন করে কোনোরূপ অভিযোগ উত্থাপনের অবকাশ নেই।

আরও পড়ুন

সর্বশেষ