বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪
প্রচ্ছদজাতীয়১৮ দলের আন্দোলনে জাতীয় পার্টি সর্বাত্মক সহায়তা করবে : কাজী জাফর

১৮ দলের আন্দোলনে জাতীয় পার্টি সর্বাত্মক সহায়তা করবে : কাজী জাফর

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের আন্দোলনে কাজী জাফর আহমেদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির অংশটি সর্বাত্মক সহায়তা করবে। বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে কাজী জাফর সাংবাদিকদের বলেন,‘আমরা নেত্রীকে জানিয়েছি আমাদের যতটুকু শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আন্দোলন ঝাঁপিয়ে পড়ার জন্য ইউনিয়ন, থানা ও জেলা কমিটিকে নির্দেশ দিয়েছি।’

চলমান আন্দোলনে সংগঠনকে গুছিয়ে আনা সম্ভব হয়নি উল্লেখ করে এরশাদের জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত এই নেতা বলেন, ‘আমরা মনে করি বর্তমান সরকারের আয়ু শেষ হয়ে এসেছে। শেখ হাসিনার পতন আসন্ন। এটি সময়ের ব্যাপার মাত্র।’

সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘আন্দোলনের গতিবেগের মাত্রা বাড়ানোর জন্য আন্দোলনের সৈনিকদের হাতকে শক্তিশালী করতে হবে। যারা নির্দলীয় সরকারের আন্দোলনে শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যেসব লড়াকু বীর সৈনিকেরা চরম পরিস্থিতির মধেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।’

এসময় তিনি জানান আগামী শনিবার গুলশানে তার নিজ ভবনে সংবাদ সম্মেলন করবেন। সেখানেই আজকের বৈঠকের ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হবে। এর আগে রাত আটটা ২০ মিনিটের দিকে গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেন কাজী জাফর। বৈঠক শেষ হয় রাত ১০টায়।

এরশাদের প্রশংসা করে কাজী জাফর আহমেদ বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দেরিতে হলেও নিজের ভুল বুঝতে পেরেছেন, তিনি বর্তমানে যেসব বক্তব্য দিচ্ছেন তা প্রশংসার দাবিদার।  তার বক্তব্য নিয়ে জাতি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকলেও শেষ বয়সে তিনি যে আশ্বাস দিয়েছেন তিনি তা পূরণ করবেন। তিনি জাতিকে নিয়ে আর নতুন খেলা খেলবেন না বলে আশা করেন কাজী জাফর। এরশাদকে নিয়ে এখন কোনো শক্ত কথা নয় জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘১৩ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করছি।’

এরশাদের সঙ্গে নিজের মতপার্থক্যের কথা তুলে ধরে কাজী জাফর বলেন, ‘আমাদের দাবি ছিল মহাজোটকে ছাড়তে হবে এবং সকল দলের অংশগ্রহণে নির্বাচনে যেতে হবে। কিন্তু এরশাদ নিজে তার খেয়াল খুশিমত কাজ করেন। গণতন্ত্র ও আদর্শবোধ বলতে কিছুই নেই। এগুলোতেই তার সঙ্গে আমার মতপার্থক্য রয়েছে।’

বৈঠকে জাতীয় পার্টির (কাজী জাফর) নবগঠিত কমিটির চেয়ারম্যান কাজী জাফরের নেতৃত্বে ১৬ সদস্যেও প্রতিনিধি দলে মহাসচিব গোলাম মসিহ, প্রেসিডিয়াম সদস্য ড. এ টি এম ফজলে রাব্বি চৌধুরী, মোস্তফা জামাল হায়দার, এস এম এম আলম, এইচ এম গোলাম রেজা এমপি, নবাব আলী আব্বাস এমপি, ভাইস চেয়ারম্যান আনছার আহমেদ, নুরুল আমিন সানু, আনোয়ারা বেগম, এ্যাড. মজিবর রহমান, কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান মানিক, হোসনে আরা আহসান, মনিরা বেগম, বেগম তাহমিনা, আলহাজ্ব সেলিম মাষ্টার, ড. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষে ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, ড. মঈন খান, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

এর আগে গত শুক্রবার রাতে খালেদা জিয়ার গুলশানের বাসায় বৈঠক করেছিলেন তিনি। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ওই বৈঠকের পর নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান দাবি করে বিএনপির নির্দলীয় সরকারের আন্দোলনের সঙ্গে থাকার ঘোষণা দিয়েছিলেন কাজী জাফর আহমদ।

উল্লেখ, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ কাজী জাফর আহমেদকে বহিষ্কার করেন। পরে অপর এক বিবৃতিতে কাজী জাফরও এরশাদকে পাল্টা বহিষ্কার করেন।

আরও পড়ুন

সর্বশেষ