রবিবার, মে ১২, ২০২৪
প্রচ্ছদখেলার সময়টি-২০ বিশ্বকাপের আনুষ্ঠানিক কাউন্ট ডাউন শুরু বৃহস্পতিবার মধ্য রাতে

টি-২০ বিশ্বকাপের আনুষ্ঠানিক কাউন্ট ডাউন শুরু বৃহস্পতিবার মধ্য রাতে

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

২০১৪ টি-২০ বিশ্বকাপের আনুষ্ঠানিক কাউন্ট ডাউন শুরু হবে বৃহস্পতিবার মধ্য রাতে। বিশ্বকাপ শুরুর ঠিক ১০০ দিন আগে ঢাকা,চট্টগ্রাম ও সিলেটের তিন ভেন্যুতে একযোগে কাউন্ট ডাউন শুরু করতে যাচ্ছে বিসিবি।

ঢাকার অনুষ্ঠানটি হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।সেখানে বিসিবি কর্তাদের পাশাপাশি উপস্থিত থাকবেন আইসিসি প্রতিনিধি ক্রিস টেটলি। এছাড়া সাকিব,মাহমুদুল্লাহ ও সালমা খাতুনদেরকেও দেখা যাবে সেখানে।এদিকে চট্টগ্রামে আনুষ্ঠানিক কাউন্ট ডাউন শুরু হবে এমএ আজিজ স্টেডিয়ামের বাইরে।আর সিলেটের ভেন্যু শহরের  সুরমা পার।
প্রতিটি ভেন্যুতে অনুষ্ঠান শুরু হবে রাত ১০ টায়।অনুষ্ঠানের শুরুতেই থাকছে কনসার্ট।আর রাত ঠিক ১২ টায় শুরু হবে কাউন্ট ডাউন।এ সময় রাতের আকাশে আতশবাজির ঝলকানিও দেখতে পাবেন উপস্থিত দর্শকরা।যে কেউ চাইলেই উপভোগ করতে পারবেন অনুষ্ঠান।
উল্লেখ্য,আগামী বছরের ১৬ মার্চ মিরপুরে  বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে ২০১৪ টি-২০ বিশ্বকাপের।
আরও পড়ুন

সর্বশেষ