পটিয়ায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে সকালে হাটতে বের হয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টায় উপজেলার বাহুলী এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী আন্তঃনগর ট্রেনের সাথে ধাক্কা লেগে এই মহিলার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
নিহত মহিলার নাম লায়লা বেগম (৭৫)। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পূর্ব জোয়ারা গ্রামের পৌরসভাধীন চৌধুরী পাড়ার মৃত জরি আহম্মদ চৌধুরীর স্ত্রী। খবর পেয়ে সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম জিআরপি পুলিশের কর্মকর্তা ও রেলওয়ের বেশকিছু কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়। লাশের সুরতহাল রিপোর্টশেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন জিআরপি পুলিশ।