“রাসেল’স ভাইপার ও বিষধর সাপ” এর উপদ্রব ও আক্রমণ থেকে রক্ষা পেতে ২৫শে জুন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের আওতাধীন চন্দনাইশ উপজেলা টিমের উদ্যোগে চট্টগ্রাম জেলা ইউনিটের সহযোগিতায় উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকায় “গণসচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ” কার্যক্রম অনুষ্ঠিত হয়। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ-এর নির্দেশনায়, উপজেলা দলনেতা মোঃ মঈনউদ্দীন মিজান-এর সার্বিক তত্ত্বাবধায়নে ও যুব স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে উক্ত কর্মসূচি সম্পন্ন হয়।