বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমেরিন একাডেমিতে নাবিক দিবস পালিত

মেরিন একাডেমিতে নাবিক দিবস পালিত

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নাবিক দিবস (Day of the Seafarers) পালিত হয়। উক্ত সী-ফেয়ারারস দিবস উপলক্ষে মঙ্গলবার ২৫ জুন ২০২৪ সকালে একাডেমির অডিটোরিয়ামে কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) ক্যাপ্টেন মোt ইবনে কায়সার তৈমুরের সভাপতিত্বে ও সিনিয়র ক্যাডেট মো: আমানুল্লাহ নাসিব এবং সিনিয়র ফিমেল ক্যাডেট প্রিয়ন্তী নাথের উপস্থাপনায় বিশেষ ক্যাডেট‘স টক অনুষ্ঠিত হয়।

উক্ত ক্যাডেট‘স টক অনুষ্ঠানে/প্রতিযোগীতায় ১ম হয়েছে জুনিয়র ফিমেল ক্যাডেট মিন্নী আক্তার, ২য় হয়েছে জুনিয়র ফিমেল ক্যাডেট তৈয়বা আফরিন মনিষা এবং ৩য় হয়েছে জুনিয়র ক্যাডেট আরাফুল আজিম ভূইঁয়া। এতে বিচারক ছিলেন প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) নৌপ্রকৌশলী মো: আতিকুর রহমান, নৌ-শিক্ষা প্রধানের পক্ষে নৌ-প্রশিক্ষক ক্যাপ্টেন মো: মোজাহেরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা খালিদ মাহমুদ এবং এ্যাডজুটেন্ট নৌ প্রকৌ. গোলাম মোস্তফা। কমান্ড্যান্ট বিজয়ী ক্যাডেটদের হাতে পুরস্কার/উপহার তুলে দেন। অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী একাডেমির গুরুত্বপূর্ণ/ভিআইপি সড়ক প্রদক্ষিণ করেন।

সী-ফেয়ারারস ডে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী হিমু বড়ুয়া, প্রকৌশলী মুহাম্মদ সাব্বির আলম চৌধুরী, নৌ প্রকৌ. আতিকুর রহমান, মো: আনোয়ারুল ইসলাম, মো: আবুল কালাম খান, প্রকৌশলী মো: খায়রুল বাশার, প্রকৌশলী মোহাম্মদ মাহমুদ মিয়া, লে: কমান্ডার কাজী ইফতেখার হোসেন, নৌপ্রকৌ. মো: আজিজুর রহমান, মো: আসাদুজ্জামান, ডাক্তার গৌতম দাশগুপ্ত, মোহাম্মদ শফিকুল আলম, কৃষ্ণ প্রসাদ বিশ্বাস, সজল আহমেদ, মাহমুদুল হাসান, কামাল উদ্দিন, খালেদ সালাউদ্দিন, আশরাফুল ইসলাম, আল-আমিন মোল্লা, জাহেদুল ইসলাম চৌধুরী, লিয়াকত আলী, রফিকুল ইসলাম, উর্মী কুন্দু, সামিউল ইসলাম, মোহাম্মদ নেজাম উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ