চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা আজ ১০ জুন বিকেলে সংগঠনের সভাপতি এম এ সালাম এর সভাপতিত্বে নগরীর দোস্তবিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান।
সভায় আলোচ্যসূচীর উপর বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ মঈনুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফকরুদ্দিন চৌধুরী, মোঃ আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, সম্পাদক মন্ডলীর সদস্য এনায়েত হোসেন নয়ন,আলাউদ্দিন সাবেরী,মোহাম্মদ নূর খান, আবু তালেব চৌধুরী, জেবুন্নেছা চৌধুরী, কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল বশর, বেদারুল আলম চৌধুরী বেদার,গোলাম রব্বানী, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, আকতার হোসেন খান, আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, সাহেদ সরওয়ার শামীম, হাসিবুন সুহাদ চৌধুরী শাকিব প্রমূখ।
সভায় সংগঠনের সাবেক সহ সভাপতি ও আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য এডভোকেট এ এম আনোয়ারুল কবিরের মৃত্যুতে গভীর শোক প্রস্তাব গ্রহণ করে দাড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং আগামী জুলাই মাসে শোক সভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে উদযাপনের জন্য জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২ দিনের কর্মসূচী গ্রহণ করা হয়। এছাড়া জেলার আওতাধীন সংগঠনে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন সহ সকল ইউনিট পর্যায়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজনের নির্দেশনা প্রদান করা হয়।