শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদজাতীয়কোনও দেশের ওপর নির্ভরশীল থাকতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কোনও দেশের ওপর নির্ভরশীল থাকতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক দেশ চাইবে খাদ্য আমদানির মাধ্যমে আমরা তাদের ওপর নির্ভরশীল থাকি। তবে বাংলাদেশ কারও ওপর নির্ভরশীল থাকতে চায় না।

৪ এপ্রিল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ইকরামুল হক (টিটু) ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ডা. তাহসীন বাহার সূচনার শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের উন্নয়ন করাই আমাদের লক্ষ্য। সরকার যে জনগণের সেবক হিসেবে কাজ করে এটা আওয়ামী লীগ আসার পরই মানুষ বুঝতে পেরেছে। দেশের সকল খালি জায়গায় উৎপাদন বাড়ানোর আহ্বানও জানান তিনি।

তিনি বলেন, মানুষের আস্থা ও বিশ্বাস ধরে কাজ করতে হবে। একটা ভোটের অনেক দাম। দুনীতি এবং মাদক সন্ত্রাস থেকে যেন সবাই দূরে থাকে।

এছাড়াও বিদ্যুৎ এবং পানি ব্যবহারে জনগণকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন

সর্বশেষ