সদ্য পদোন্নতি পাওয়া ১৪ জন অতিরিক্ত আইজিপিকে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ সময় তিনি জাতির যেকোনো সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অতিরিক্ত আইজিপিদের প্রতি আহ্বান জানান।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। এ সময় পুলিশের অতিরিক্ত আইজিপি এবং তাঁদের সহধর্মিনীরা উপস্থিত ছিলেন। পুলিশের রীতি অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিদের আইজিপি এবং পদোন্নতি পাওয়া কর্মকর্তার সহধর্মিনীরা র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এরপর পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, এ পদোন্নতি আপনাদের কর্মদক্ষতার স্বীকৃতি। এ সময় পদোন্নতি পাওয়া কর্মকর্তার মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জনগণকে সর্বোচ্চ সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।