শনিবার, মে ১১, ২০২৪
প্রচ্ছদজাতীয়শাহজালাল থেকে সাড়ে ৫ কেজি স্বর্ণসহ দুই ভারতীয় নাগরিককে আটক

শাহজালাল থেকে সাড়ে ৫ কেজি স্বর্ণসহ দুই ভারতীয় নাগরিককে আটক

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সাড়ে ৫ কেজি স্বর্ণসহ দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। এরা হলেন- টিগনেস কুমার ও দীনেশ মঙ্গিয়া। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে ইত্তেহাদের একটি ফ্লাইটযোগে তারা দুবাই থেকে শাহজালালে আসেন।

কাস্টমসের সহকারী কমিশনার কামরুল হাসান জানান, ইত্তেহাদের একটি ফ্লাইটযোগে ভোর সাড়ে ৬টার দিকে শাহজালাল বিমান বন্দরে অবতরণ করে। গ্রীণ চ্যানেল অতিক্রমের সময় গতিবিধি সন্দেহজনক হলে টিগনেস কুমার নামে এক যাত্রীর লাগেজ তল্লাশি করতে চায় কাস্টমস কর্মকর্তারা। তখন টিগনেস কুমার বিমান বন্দরে অপেক্ষমাণ অপর ভারতীয় দীনেশ মঙ্গিয়াকে মুঠোফোনে কল দেয়। পরে দীনেশ মঙ্গিয়া সেখানে আসে। এ সময় কাস্টমস কর্মকর্তারা টিগনেস কুমারের লাগেজ ও দেহ তল্লাশি  করে ১ কেজি ওজনের ৫টি এবং আধা কেজি ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করে।

ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো দুবাই থেকে আনা হয়েছে বলে কাস্টমস কর্মকর্তারা ধারণা করছেন। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের বিমান বন্দর থানায় সোপর্দ করা হবে বলে কামরুল হাসান জানিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ