বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
প্রচ্ছদইন্টারভিউনবম জাতীয় সংসদের অধিবেশন শেষ

নবম জাতীয় সংসদের অধিবেশন শেষ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিরোধী দলের সংসদ সদস্যদের অনুপস্থিতির মধ্যেদিয়েই বুধবার শেষ হলো নবম জাতীয় সংসদের অধিবেশন। জরুরি অবস্থা ছাড়া নবম সংসদ আর বসবে না। বুধবার জাতীয় সংসদের বিদায়ী অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা দেন। তিনি বলেন, নবম জাতীয় সংসদের এ অধিবেশনই শেষ। ইমার্জেন্সি বা যুদ্ধাবস্থা না হলে অধিবেশন আর বসবে না। নবনির্বাচিতরা আগামী সংসদে আসবে।

২০০৯ সালে ২৪ জানুয়ারি বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথম সংসদ অধিবেশন বসে। সংবিধান অনুযায়ী নবম সংসদের মেয়াদ  রয়েছে ২০১৪ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত। এআর আগে সরকারগুলো মেয়াদ শেষ হওয়ার পর তিন মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতো। তবে সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে সরকারের মেয়াদের মধ্যে নির্বাচন করা বিধান করা হয়। সে অনুযায়ী আগামী ২৪ জানুয়ারির মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর নতুন সরকার গঠিত হবে।
আরও পড়ুন

সর্বশেষ